অগ্নিকাণ্ড হলেও ট্রেনে শিডিউল বিপর্যয় নেই: রেল মন্ত্রণালয়

image-7336-1516078109কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনার পর বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক শিডিউল অনুযায়ী পরিচালিত হয়েছে, বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল কম্পিউটার বেজড ইন্টার লকিং সিস্টেমে যে অগ্নিকাণ্ড ঘটেছে তা রাত ১টায় মেরামত করে রেলওয়ের কার্যক্রম পুরোপুরি চালু করা হয়েছে। ফলে রেল চলাচলে কোনও সমস্যা নেই এবং কোনও ট্রেনে শিডিউল বিপর্যয় বর্তমানে নেই।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ টায় রেলস্টেশনের মূল ভবনের দোতলায় অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষে (রিলে রুম) আগুনের সূত্রপাত হয়। ফলে কমলাপুর স্টেশনে ট্রেন আসা-যাওয়ায় ম্যানুয়ালি কাজ চালানো হয়।

শরিফুল আলম জানান, আগুন লাগার খবর পেয়ে রাতেই রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন কমলাপুর রেলওয়েস্টেশন পরিদর্শন করেন। দ্রুত সময়ের মধ্যে চালুর নির্দেশনা দেন।
পরে সংশ্লিষ্টদের তৎপরতায় রাত ১টার মধ্যেই মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় সংশ্লিষ্টদের রেলপথ মন্ত্রী ধন্যবাদ জানান।