পঞ্চাশোর্ধ নারীকে ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ





downloadরংপুর জেলার কাউনিয়া রেলওয়ে স্টেশনে পঞ্চাশোর্ধ এক নারী যাত্রীকে রেলওয়ে স্টেশনের পরিচর্যাকারী ট্রেন থেকে লাথি মেরে ফেলা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৬ জানুয়ারি রংপুরের কাউনিয়া উপজেলার কালিরহাট এলাকার মিনারা বেগম তার ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকায় আসার জন্য বেলা ১১টা ৫ মিনিটের ট্রেনে উঠেন। ৭৫১ নম্বর আন্তঃনগর লালমনিরহাট এক্সপ্রেসটির ‘ঠ’ বগিতে তিনি উঠতে যান। এসয়ম শফিকুল ইসলাম নামের রেলওয়ে স্টেশনের পরিচর্যাকারী ওই নারীকে ট্রেন থেকে লাথি মেরে ফেলা দেয়। এসময় ট্রেন চলতে শুরু করলে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা লক্ষ করছি যে, ঢাকা মহানগরীসহ সারাদেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে গণপরিবহনে এবং রেলওয়ে স্টেশনে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। এ ধরনের ঘটনা কোনও সুস্থ সমাজের পরিচয় বহন করে না। বাংলাদেশ মহিলা পরিষদ সড়ক ও মহাসড়কের গণপরিবহনে নারী ও কন্যা শিশুর নিরাপত্তাসহ নারীর স্বাধীন চলাচল নিশ্চিতকরণের দাবি করছে। সেইসঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে।

পরিষদের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ব্যক্তি ও নাগরিক সমাজকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানানো হয়।’