বসুন্ধরায় অগ্নিদগ্ধ গৃহবধূ শাহিনুর ঢামেক হাসপাতালে মারা গেছেন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্লাটে গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ শাহিনুর আক্তার (৩০) নামের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) বিকাল ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শাহিনুর আক্তার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাড়ুইচিতল গ্রামের বাহারুল আহসানের মেয়ে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন তিনি।  

জানা যায়, ১২ জানুয়ারি সকালে গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে ম্যাচ জ্বালাতেই আগুনে দগ্ধ হন গৃহবধূ শাহিনুর আক্তার (৩০)। এসময় আগুন নেভাতে গিয়ে তার স্বামী তৌফিকের দুই হাতও দগ্ধ হয়। এরপর তাদের ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শাহিনুর আক্তারের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল।  

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মৃতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।’