‘বিমানবন্দরে প্রবাসীরা সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েন’

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বকোণের সম্পাদক কলিম সরওয়ারকে সংবর্ধনা দিয়েছে দুবাই ও উত্তর আমিরাত চট্টগ্রাম সমিতি 

‘প্রাচ্যের রাণী খ্যাত চট্টগ্রাম এখন বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে। দ্রুত এসব ক্ষত পূরণ করতে হবে। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবে তার চরিত্র ধারণ করতে হবে।’ বিমানবন্দরে প্রবাসীরা সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েন উল্লেখ করে এসব কথা বলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার।

রবিবার (২১ জানুয়ারি)রাতে শারজার একটি হোটেলে দুবাই ও উত্তর আমিরাতের চট্টগ্রাম সমিতির দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমানবন্দরে প্রবাসীদের সেবা সম্পর্কে তিনি বলেন,‘শুধুমাত্র সাইনবোর্ডে প্রবাসী হেল্প ডেস্ক লেখা থাকবে কিন্তু প্রবাসীরা যথাযথ সেবা পাবে না এমন হেল্প ডেস্ক এর দরকার নাই। প্রবাসীরা যে কোনও বিড়ম্বনার শিকার হলে দ্রুত সাংবাদিকদের অবগত করবেন। কারণ, এক সময় মানুষ সাংবাদিকদের কাছে যেত, এখন সাংবাদিকরা মানুষের দোড় গোড়ায় পৌঁছে যায় দ্রুত। ’

চট্টগ্রামের প্রসঙ্গ তুলে সংবর্ধিত অতিথি বলেন, চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের মাদার পোর্ট। তবে দীর্ঘদিন কার্যক্রম হাতে নেওয়া হয়নি এখানে। যদিও মংলা বন্দরের কিছু কাজ এগিযে যাচ্ছে। বে-টার্মিনাল হয়ে গেলে চট্টগ্রাম বন্দরেরও গুরুত্ব বেড়ে যাবে।’

সংগঠনের সভাপতি আইয়ুব আলী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল গণি চৌধুরী এবং যুগ্ম সম্পাদক কাজী মুহাম্মদ আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসাইন চৌধুরী নোমান, ইঞ্জিনিয়ার নওশের আলী, ইঞ্জিনিয়ার মোরশেদ,এম.এ.বশর, সাংবাদিক সাইফুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র সভাপতি শিবলী আল সাদিক, সাইফুদ্দীন আহমেদ প্রমুখ। এসময় বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নেতৃবৃন্দ ও চট্টগ্রাম সমিতির নেতারা উপস্থিত ছিলেন।