পরিবেশ দূষণে চার ইটভাটাকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা





ভ্রাম্যমাণ আদালতপরিবেশ দূষণের দায়ে ঢাকার ধামরাইয়ে চারটি ইটভাটাকে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জরিমানা করা ইটভাটাগুলো হলো মেসার্স দিপ্তী সেমি সজল ব্রিকস, মেসার্স মামুন ব্রিকস, মেসার্স এমবিএম ব্রিকস এবং মেসার্স মা ব্রিকস অ্যান্ড কোম্পানি।
পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ইটভাটার অবস্থান গ্রহণযোগ্য না হওয়ায় এবং পরিবেশগত ছাড়পত্র না থাকায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, নমুনা সংগ্রহকারী রাসুল ইয়া বারী প্রমুখ।