নিজের ক্যাম্পাসে ছিনতাইকারীর কবলে ঢাবি শিক্ষক

অধ্যাপক হাফিজুর রহমান কার্জনঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছিনতাইকারীর কবলে পড়েছেন আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহীদ মিনার সংলগ্ন আবাসিক এলাকা থেকে রিকশায় চড়ে টিচার্স ক্লাবে যাচ্ছিলাম। কলাভবনের সামনে আসার পর বাম পাশ থেকে একটি রিকশা ওভারটেক করে সামনে গিয়ে আমার রিকশার গতিরোধ করে। একটি ছেলে আমার কাছে এসে বলে, ‘আপনি আজিমপুরের সলিমুল্লাহ না। যা আছে দিয়ে দেন। আমরা কিন্তু খারাপ লোক। না দিলে সমস্যা হবে।’ তখন আমি বলি, আমি এখানকার প্রফেসর। তোমরা কী করছো এসব। তখন আরেকটি ছেলে এসে বলে, ‘আপনার কাছে যা টাকা-পয়সা আছে দিয়ে দেন। শুধু শুধু ঝামেলা করবেন না।’ তখন আমি আবারও নিজের পরিচয় দিলে তারা কিছুটা ঘাবড়ে গিয়ে সরে যায়।’’

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নাজুক নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আমার সঙ্গে তেমন কিছু না থাকায় তারা ছিনতাই করতে পারেনি। ক্যাম্পাস এলাকা যে কতটা অনিরাপদ সেটা এই ঘটনার পর বলার অবকাশ রাখে না। ক্যাম্পাসে যদি নিরাপদ না থাকি, তাহলে কোথায় নিরাপত্তা পাবো?’

ছিনতাইকারীর কবলে পড়া ও ক্যাম্পাসের নিরাপত্তাহীনতার কথা প্রক্টরসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে উল্লেখ করে অধ্যাপক কার্জন বলেন, ‘আগামীকাল (বুধবার) এ বিষয়ে লিখিত অভিযোগ দেবো। ক্যাম্পাস এত অনিরাপদ হলে সাধারণ শিক্ষার্থীসহ আমরা কীভাবে চলাফেরা করবো। ছিনতাইকারীরা এত সাহস কোথায় পায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

ঘটনাটির বিষয়ে অবগত আছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.একেএম গোলাম রব্বানী ৷ তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে টিম পাঠিয়েছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’