আড়াই কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক ৩ কর্মকর্তা গ্রেফতার

দুদকদুর্নীতির মামলায় পটুয়াখালীতে জনতা ব্যাংকের তিন কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। বৃহষ্পতিবার (২৪ জানুয়ারি) পটুয়াখালীর শিমুলবাগ এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে গ্রেফতার হন তারা। গ্রেফতার ব্যক্তিরা হলেন— জনতা ব্যাংক নতুন বাজার শাখার সাবেক সহকারী নির্বাহী কর্মকর্তা মীর জালাল উদ্দিন, সাবেক সহকারী নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সাবেক সহকারী ব্যবস্থাপক মো. আবদুল আলী।  উপসহকারী পরিচালক মানিক লাল দাসের নেতৃত্বে দুদকের একটি দল তাদের গ্রেফতার করে।

জাল প্রত্যয়নপত্র তৈরি করে ২৪৪ জন ভুয়া সরকারী চাকরিজীবীকে ঋণগ্রহীতা দেখিয়ে ২ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাত করেন গ্রেফতার ব্যক্তিরা। এই অভিযোগে গত বছরের ৪ সেপ্টেম্বর পটুয়াখালী সদর থানায় মামলা হয়।