আন্তর্জাতিক আদিবাসী ভাষাবর্ষের কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক আদিবাসী ভাষাবর্ষ উপলক্ষে উদযাপন কমিটির প্রেস ব্রিফিং

আন্তর্জাতিক আদিবাসী ভাষাবর্ষ ২০১৯ উদযাপনের জন্য কর্মসূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক আদিবাসী ভাষাবর্ষ উদযাপন কমিটি।

সোমবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পৃথিবীতে ব্যবহৃত ৬ হাজার ৭০০ ভাষার মধ্যে প্রায় ৪০ শতাংশ ভাষা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। আর এই ঝুঁকিতে থাকা ভাষাগুলোর মধ্যে সিংহভাগই আদিবাসীদের ভাষা। আদিবাসীদের ভাষা রক্ষা করার জন্য জাতিসংঘ আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের সুপারিশের ভিত্তিতে ২০১৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৯ সালকে আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ হিসেবে উদযাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। তারই পরিপ্রে‌ক্ষি‌তে এই  কর্মসূচি গ্রহণ করা হ‌লো।

আদিবাসী ভাষাবর্ষ উদযাপনের কর্মসূচিগুলো হচ্ছে:

ফেব্রুয়ারি মাসে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সেমিনার ও আলোচনার আয়োজন করা হবে, বিভিন্ন আদিবাসী ভাষাভাষী শিক্ষকদের নিয়ে এক বা একাধিক শিক্ষক সমাবেশের আয়োজন করা হবে, নিজ নিজ মাতৃভাষায় যারা লেখালেখি চর্চা করেন তাদের জন্য একটি লেখক সমাবেশের আয়োজন করা হবে, দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যমান ভাষাগুলোকে ডকুমেন্টেশন করার জন্য আঞ্চলিক মতবিনিময় তথা ভাষা ডকুমেন্টেশন কর্মশালার আয়োজন করা হবে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও মিডিয়া নি‌য়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মথুরা বিকাশ ত্রিপুরা, সদস্য সচিব বাঁধন আরেং, সদস্য মিঠুন কুমার উরাও প্রমুখ।