মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. অজি উল্লাহ এবং মো. খলিলুর রহমান হেলাল।
পরে আইনজীবী মো. খলিলুর রহমান হেলাল বলেন, ‘চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন গঠনতন্ত্র চ্যালেঞ্জ করে এ মাসের ১৫ তারিখ বিচারিক আদালতে মামলা করেন সাংবাদিক হাসান মাহমুদ। এরপর গত ১৬ জানুয়ারি প্রেসক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে আদালতে পুনরায় একটি আবেদন করেন ওই সাংবাদিক। কিন্তু বিচারিক আদালত নির্বাচন স্থগিত না করে মামলাটি আগামী ২৪ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেন। এ সত্ত্বেও গত ২৭ জানুয়ারি মামলার বাদী হাইকোর্টে একটি সিভিল রিভিশন দায়ের করেন। এই আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৯ জানুয়ারি) নির্বাচন স্থগিতের আদেশ দিলেন হাইকোর্ট।