সংবাদ সম্মেলনে দখলদারিত্বের পরিবেশ নয়, ভয়মুক্ত-গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন দেওয়া এবং প্রথম বর্ষ থেকে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে হলে বৈধ সিটের ব্যবস্থার করার দাবি জানানো হয়।
এসব দাবিতে আগামী রবিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ এবং উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয়ের সভাপতি সালমান সিদ্দিকী। এতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলগুলোতে দখলদারিত্বের সহযোগিতার ভূমিকা পালন করছেন। অবাধ ও ভীতিহীন পরিবেশ নিশ্চিত করতে না পারলে নির্বাচনের উদ্দেশ্য ব্যাহত হবে এবং ক্ষমতাসীনদের ক্ষমতা আরও সংহত হবে। দখলদারিত্ব প্রাতিষ্ঠানিক বৈধতা পাবে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটকেন্দ্র হলে করার সিদ্ধান্তের মধ্যে দিয়ে ছাত্রলীগের পক্ষেই অবস্থান নিয়েছে।’
এদিকে, ভোটকেন্দ্র আবাসিক হলের বাইরে স্থাপনের দাবিতে মশাল মিছিল বের করবে প্রগতিশীল ছাত্রজোট।