বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ তথ্য জানান।
দীপু মনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সরকারি শিক্ষকদের সাময়িক বরখাস্ত করা হবে। আর বেসরকারি শিক্ষকদের এমপিও স্থগিত করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। যদি প্রতিষ্ঠানের গভর্নিং বডি ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে গভর্নিং বডি ভেঙে দেওয়া হবে।’
২০১৯ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-মন্ত্রী মহিবুল হাসান নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।