২৩ বন্যপ্রাণী উদ্ধার

উদ্ধার করা বন্যপ্রাণী নরসিংদীর পুটিয়া বাজার থেকে ২৩টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে প্রাণীগুলো উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
অভিযানের নেতৃত্ব দেওয়া বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন। উদ্ধার হওয়া প্রাণিগুলোর মধ্যে চারটি ডাহুক, পাঁচটি টিয়া, ১০টি ঘুঘু, একটি দারাস, দুটি গোখরা এবং একটি ২২ কেজি ওজনের অজগর সাপ রয়েছে।
অসীম মল্লিক বলেন, সকাল ১০টার দিকে আমরা খবর পাই ওই এলাকায় সাপুড়েরা অজগর দিয়ে খেলা দেখাচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে সোহেল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় ওই ব্যক্তি অঙ্গীকার করেন তিনি আর সাপ ধরবেন না। সাপ দিয়ে খেলাও দেখাবেন না। পরে উপস্থিত লোকজনের অনুরোধে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, উদ্ধার হওয়া প্রাণীগুলো আমাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। সুস্থ্য হয়ে উঠলে প্রাণীগুলো মুক্ত করে দেওয়া হবে।
এ বিষয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দো বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন তথ্য পেয়ে প্রাণীগুলো উদ্ধারে অভিযান চালাই। আইন অনুযায়ী কোনও বন্যপ্রাণী ধরা, শিকার করা এবং আবদ্ধ রাখা দণ্ডনীয় অপরাধ।’