মেলায় আমীন আল রশীদের ‘বাংলাদেশের গণমাধ্যম: জনআস্থার দোলাচল’

আমীন আল রশীদের বইঅমর একুশে গ্রন্থমেলায় এসেছে সাংবাদিক আমীন আল রশীদের বই ‘বাংলাদেশের গণমাধ্যম: জনআস্থার দোলাচল’। দেশের গণমাধ্যমের নানাদিক নিয়ে একজন সাংবাদিকের পর্যালোচনা ও আত্মসমালোচনা। গণমাধ্যমের যেসব বিষয় নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন, তার কিছুটা জবাব দেওয়ার চেষ্টা। স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতাগুলোর নির্মোহ বিশ্লেষণ। বইটির প্রকাশক ঐতিহ্য। মেলায় প্যাভিলিয়ন নম্বর ৬। দাম ১৮০ টাকা। এটি আমীন আল রশীদের ১২তম বই।

গণমাধ্যম বিষয়ক এই বইয়ে ১৮টি নিবন্ধ রয়েছে। এরমধ্যে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, ব্রেকিং নিউজ ও টেলিভিশনের টকশো নিয়ে বিতর্ক, টেলিভিশনের ভাষা, আইনশৃঙ্খলা বাহিনীর ভাষায় গোপন বৈঠক, গোপন সংবাদ ও জিহাদি বইয়ের ব্যাখ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রকাশ্যে চুম্বন ও অন্যান্য তর্ক, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও গণমাধ্যমের বিপত্তি, সাংবাদিক নির্যাতন, স্থানীয় সাংবাদিকতার চ্যালেঞ্জ, উন্নয়ন সাংবাদিকতার ডায়ালেকটিক এবং পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পরে তৎকালীন রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্রের ভূমিকা নিয়েও অ্যাকাডেমিক বিশ্লেষণ রয়েছে।

উল্লেখ্য, এর আগে আমীন আল রশীদের ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আলোচনা-তর্ক-বিতর্ক’ বইটি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আপিল বিভাগ কোট করেছেন। এছাড়া তার ‘সরকারি বিরোধী দল’ এবং ‘জঙ্গিবাদ-গণতন্ত্র-আইনের শাসন’ বই দুটিও আলোচিত হয়।