আমিরাতে ডোমেস্টিক এশিয়া কাপ শুরু

ইউএইতে প্রবাসীদের আয়োজনে ডোমেস্টিক এশিয়া কাপের ট্রফি হাতে চার দেশের অধিনায়করা

সংযুক্ত আরব আমিরাতে রাজধানী আবুধাবিতে বৃহস্পতিবার ( ৭ ফেব্রুয়ারি) শুরু হয়েছে স্পার্ক ইলেভেন ক্রিকেট ক্লাবের উদ্যোগে ‘ডোমেস্টিক এশিয়া কাপ’১৯। প্রথমবারের মতো এই আয়োজনে আমিরাতে অবস্থানরত প্রবাসী খেলোয়াড়রা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। প্রথম আসরে অংশ নিচ্ছে এশিয়ার চারটি দল ইন্ডিয়ান ইউনাইটেড, পাক লিজেন্ড, শ্রীলংকা লায়ন ও বাংলা টাইগার।
আবুধাবি ক্রিকেট কাউন্সিলে (ADDC) প্রবাসী ইন্ডিয়ান, পাকিস্তান, শ্রীলংকার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে উপস্থাপন করতে ইতোমধ্যে বাংলাদেশি বেঙ্গল রয়্যাল ক্রিকেট ক্লাব, বেঙ্গল ওয়ারির্য়াস ও বেঙ্গল টাইগার নামের আরও কয়েকটি রেজিস্ট্রেশনভুক্ত দলের খেলোয়াড়দের নিয়ে বাংলা টাইগার ক্রিকেট টিম গঠন করা হয়েছে।
এছাড়াও আবুধাবি ক্রিকেট কাউন্সিলের অধীনে থাকা বি ডিবিশনের ডোমেস্টিক টিম বেঙ্গল ওয়ারির্য়াস ও বেঙ্গল রয়েল ক্রিকেট ক্লাব নিজস্ব অর্থায়নে বিগত দিনগুলোতে এশিয়ার বিভিন্ন দলের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে।