বুড়িগঙ্গার তীরে বিআইডব্লিউটিএ’র অভিযানে ১১৮টি স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গার তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর উচ্ছেদ অভিযান (ফাইল ফটো)

রাজধানীর বুড়িগঙ্গা আদি চ্যানেলের লোহারপুলের পাশে ও কামরাঙ্গীর চর এলাকায় অভিযান চালিয়ে ১১৮টি স্থাপনা উচ্ছেদ করে প্রায় তিন একর তীরভূমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বলা হয়, বুড়িগঙ্গা আদি চ্যানেলের লোহারপুলের পাশে শহীদনগর বালুঘাট ও কামরাঙ্গীর চরের ব্যাটারি ঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র তৃতীয় পর্যায়ের অভিযানে ১১৮টি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ এবং প্রায় তিন একর তীরভূমি উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে ৩টি দোতলা ভবন, ৩৮টি আধাপাকা ঘর, ৩৫টি টিনের ঘর ও ৪২টি টংঘর রয়েছে।

আরও জানানো হয়, এর আগে অভিযানের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ১ হাজার ১৯৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রায় ১০ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে দখলদারদের বিতারিত করে নদী উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। বুধবার (১৩ ফেব্রুয়ারি) কামরাঙ্গীর চরের নবাবচর এলাকা থেকে বসিলা অভিমুখে বুড়িগঙ্গা নদীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।