সারা বছর শহীদ মিনার প্রাঙ্গণ সুরক্ষিত রাখার দাবি

১২

শুধু একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নয়, সারা বছরই শহীদ মিনার প্রাঙ্গণকে সুরক্ষিত রাখার দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ‘স্লোগান’ নামের একটি সংগঠন। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল পরবর্তী সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

এসময় সংগঠনের মুখপাত্র আসাদুজ্জামান রনি বলেন, ‘শহীদ মিনার বছরে ৩৬৪ দিন অরক্ষিত থাকে। একুশ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে মাত্র একদিন সুরক্ষিত থাকে। একুশে ফেব্রুয়ারি এলে রাষ্ট্রের দায় প্রকাশ পায়। আর ৩৬৪ দিন রাষ্ট্রের কোনও দায় থাকে না। অন্য সময় এটি মাদকসেবীদের আস্তানা হয়। এই শহীদ বেদিতে মানুষ জুতো পায়ে ওঠে। আমরা সরকারের কাছে আবেদন জানাই যে, সারা বছর যেন শহীদ মিনার প্রঙ্গণ সুরক্ষিত থাকে।’  

শহীদ মিনারের দর্শনার্থীদের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনার জুতো পায়ে দিয়ে শহীদ মিনারের বেদিতে উঠবেন না। শহীদ মিনার জুতো পায়ে ওঠার স্থান না, এই মূল্যবোধ মানুষের মধ্যে জাগ্রত করতে হবে। আমরা শুধু একুশকেন্দ্রিক প্রেম চাই না, বাংলা ভাষার প্রতি আমাদের প্রত্যেক দিন শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আমরা প্রত্যেকে এই পবিত্র জায়গার পাহারাদার।’  

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।