বইমেলায় মঈন আবদুল্লাহর ‘সিনেমা হলে তালা’

52065891_512159109313118_8677945704619966464_nঅমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হলো সাংবাদিক মঈন আবদুল্লাহর ‘সিনেমা হলে তালা’। সারাদেশের অনেক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এটি লেখা। পূর্ণাঙ্গ গবেষণামূলক এই বই প্রকাশ করেছে বাংলানামা।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বইমেলায় ‘সিনেমা হলে তালা’র মোড়ক উন্মোচন করেন মধুমিতা সিনেমা হলের স্বত্ত্বাধিকারী ইফতেখার উদ্দিন নওশাদ। সারাদেশের সিনেমা হলের চিত্র নিয়ে বইটি সাজানোর জন্য লেখকে সাধুবাদ জানান তিনি।

নিজের গ্রন্থ প্রসঙ্গে মঈন আবদুল্লাহ বলেন, ‘সিনেমা হলে তালা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। কারণ বাংলাদেশের অধিকাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। অনেক প্রেক্ষাগৃই অনিয়মিতভাবে শো চালায়। এছাড়া দেশের অধিকাংশ সিনেমা হল কেমন চলছে সেই তথ্যও পাওয়া যাবে এতে। সব মিলিয়ে আমার বইটি সিনেমা হল সম্পর্কে জানতে সহায়তা করবে পাঠকদের।’

‘সিনেমা হলে তালা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানমঈন আবদুল্লাহর লেখা বইটিতে রয়েছে বাংলাদেশের বর্তমান সিনেমা হলগুলোর সার্বিক চিত্র, বাণিজ্যিক ভেতর-বাহিরের গল্প, চলচ্চিত্রের দুর্দিনের কথা। একইসঙ্গে দেশীয় চলচ্চিত্রের সংকটময় সময়ে একের পর এক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলোর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। দেশীয় সংস্কৃতির আতুড়ঘর সিনেমা হলের আদি থেকে অন্ত জানা যাবে বইটিতে।

বাংলানামা প্রকাশনীর ৬৮ নম্বর স্টলে পাওয়া যাবে ‘সিনেমা হলে তালা’। এর প্রচ্ছদ করেছেন মাহী মজুমদার। বইটির মূল্য ১৮০ টাকা।