মেহেদী উল্লাহর গল্পগ্রন্থ ‘অনুমেয় উষ্ণ অনুরাগ’

 

মেহেদী উল্লাহ`র গ্রন্থএ বছরের অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হলো মেহেদী উল্লাহর গল্পগ্রন্থ 'অনুমেয় উষ্ণ অনুরাগ’। গ্রন্থটি প্রকাশ করেছে ঐতিহ্য।
ভিন্ন ধরনের প্রেমের সব গল্প নিয়েই মেহেদী উল্লাহর `অনুমেয় উষ্ণ অনুরাগ’। এই গল্পগ্রন্থে রয়েছে ৯টি গল্প। যার মধ্যে উল্লেখযোগ্য হলো অনুমেয় উষ্ণ অনুরাগ, দুর্দান্ত নীল মত্ততা, জায়া-পতির তালা-চাবি, দ্য সানি এক্সপেরিমেন্ট, কালার হাউজ।
বইটি পাবেন ঐতিহ্য প্যাভিলিয়ন নং ৬-এ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির দাম ১৬০ টাকা।
এর আগে মেহেদী উল্লাহ'র ২০১৪ সালে কাগজ প্রকাশনী থেকে  গল্পগ্রন্থ  তিরোধানের মুসাবিদা, ২০১৫ সালে শুদ্ধস্বর থেকে রিসতা, ২০১৫ সালে চৈতন্য থেকে ফারিয়া মুরগির বাচ্চা গলা টিপে টিপে মারে এবং ২০১৬ সালে ঐতিহ্য থেকে জ্বাজ্জলিমান জুদা প্রকাশিত হয়। এছাড়াও ২০১৭ উপন্যাস গোসলের পুকুরসমূহ ঐতিহ্য থেকে প্রকাশিত হয়।