নির্বাচনি ট্রাইব্যুনালে বিএনপির আরও পাঁচ জনের মামলা

বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এবং নির্বাচিত প্রার্থীর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির আরও  পাঁচ পরাজিত প্রার্থী।

মামলার বাদীরা হলেন— বগুরা ৫ আসনে গোলাম মোহাম্মাদ সিরাজ, জয়পুরহাট ২ আসনে এইএম খলিলুর রহমান, শেরপুর-৩ আসনে মো. মাহমুদুল হক রুবেল, ময়মনসিংহ-৪ আসনে মো. আবু আহমদ আকন্দ ওয়ালিদ এবং বরিশাল-৬ আসনে আবুল হোসেন খান।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব মামলা দায়ের করা হয়।

এর আগেও গত ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত ৭৪ জন প্রার্থী হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে পৃথক পৃথক মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, এর আগে গত ৯ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সারা দেশের ৬৪ জেলা থেকে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য মামলা না করার বিষয়ে অবস্থান নিলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা আমলে নেননি। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, রবিবারের (১৫ ফেব্রুয়ারি) মধ্যে সবগুলো জেলা থেকে পরাজিত প্রার্থীরা হাইকোর্টে মামলা করবেন।