সরকারি হলো আরও চার মাধ্যমিক বিদ্যালয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনবেসরকারি আরও চারটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রবিবার (১৭ ফেব্রয়ারি) চারটি স্কুল সরকারি করার প্রজ্ঞাপন জারি করে।
সরকারি হওয়া বিদ্যালয়গুলো হলো, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেবতী রমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর মার্চেন্ট একাডেমি, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।

এছাড়া গত ৪ ফেব্রুয়ারি পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সরকারি করার প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে বিভিন্ন সময়ে ৩০৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়। এ নিয়ে মোট ৩০৮টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে নতুন করে সরকারি করার কথা রয়েছে।