মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লি-ঢাকা-ইয়াঙ্গুন মোটর শোভাযাত্রা

মহাত্মা গান্ধীমহাত্মা গান্ধীর সার্ধশততম (১৫০তম) জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে একটি মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এটি ২২ দিনে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের সাত হাজার ২৫০ কিলোমিটার পথ পাড়ি দেবে। এর উদ্দেশ্য অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দেওয়া।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

মহাত্মা গান্ধী ১৮৬৯ সালের ২ অক্টোবর জন্ম নেন। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি আততায়ীর গুলিতে নিহত হন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোভাযাত্রাটি গত ৪ ফেব্রুয়ারি দিল্লির রাজঘাট থেকে শুরু হয়েছে এবং আগামী ২৪ ফেব্রুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুনে শেষ হবে এটি। এ শোভাযাত্রায় রয়েছে ১০টি গাড়ি।

শোভাযাত্রাটি যৌথভাবে আয়োজন করছে কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাব (কেএমএসসি), ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যালির উদ্দেশ্য অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দেওয়া। এ ছাড়াও এটি নিরাপদে গাড়ি চালনার বার্তাও প্রচার করবে।

শোভাযাত্রাটি রবিবার (১৭ ফেব্রুয়ারি) পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং আগামী মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে।

শোভাযাত্রার ১০টি গাড়িতে ৩৫ জন সদস্য রয়েছেন। এই শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন ভারত সরকারের সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রী শম্ভু সিং।