পরিবেশ দূষণ: ৬ ইটভাটাকে সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা

ইটভাটা (ছবি সংগৃহীত)পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের ৬টি ইটভাটাকে ১৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনার দায়ে ক্ষতিপূরণ হিসেবে এ অর্থ জরিমানা করেন।

এছাড়া মান মাত্রা পরীক্ষা করে গ্রহণযোগ্য ধোঁয়ার মাত্রার বাইরে থাকায় সাতটি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করে ১৫ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ নগরীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

তামজীদ আহমেদ বলেন, ‘পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া কারখানা পরিচালনা করায় ৬টি ইটভাটাকে ১৭ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। পরিবেশ আইন লঙ্ঘন করে যেসব কারখানা চলছে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’