এএসপি মিজানুর রহমান হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৪ মার্চ

এএসপি মিজানুর রহমান তালুকদারহাইওয়ে রেঞ্জের সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। এদিন আদালতে প্রতিবেদন জমা না হওয়ায় বিচারক পরবর্তী প্রতিবেদনের জন্য ২৪ মার্চ দিন ধার্য করেন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া পরবর্তী প্রতিবেদনের জন্য নতু এ দিন ঠিক করে দেন।

আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা ইউসুফ পুলিশের (উপ-পরিদর্শক) এই তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২১ জুন রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর বেড়িবাঁধে এএসপি মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে রূপনগর থানা পুলিশ। ওইদিনেই তার ভাই মাসুম তালুকদার বাদী হয়ে রূপনগর থানায় অজ্ঞাত ব্যক্তি নামে একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সিরাজুল ইসলাম (পুলিশ পরিদর্শক) তদন্ত করছেন।