চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচনে বাধা নেই

আদালত

চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে এ সময়ের মধ্যে চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানে আর কোনও আইনগত বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামানের আদালত এ আদেশ দেন।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করেছিলেন হাইকোর্ট। তবে সে আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। এখন চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচনে আর আইনগত কোনও বাধা নেই।’

এর আগে গত ২৯ জানুয়ারি এক আবেদনের শুনানি নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। ওই আদেশের পর গত ৩০ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন আটকে যায়।