ছাত্রদল-কোটা আন্দোলনকারীদের ডাকসু নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে স্মারকলিপি

ডাকসু (ছবি: সাজ্জাদ হোসেন)কোটা সংস্কার আন্দোলনকারী ও  বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী আখ্যা দিয়েছে  মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.আখতারুজ্জামানকে দেওয়া এক স্মারকলিপিতে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি করেছে সংগঠনটি।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পরিষদের নেতারা উপাচার্যকে এই স্মারকলিপি দেন। জানতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক আল মামুন বাংলা ট্রিবিউনকে স্মারকলিপি দেওয়ার কথা নিশ্চিত করেছেন।

স্মারকলিপিতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ দাবি করেছে কোটা সংস্কার আন্দোলনের নামে যারা মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধুকে কটুক্তি ও অবমাননা করেছে তারা কখনও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না। ছাত্রদলকে উদ্দেশ করে স্মারকলিপিতে লেখা হয়েছে, 'কিছুদিন আগে সন্ত্রাসী ও প্রতিক্রিয়াশীল ছাত্রশিবিরকে নিয়ে মধুর ক্যানটিনে প্রবেশ করেছে ছাত্রদল৷ ছাত্রদলের উদ্দেশ্যই ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ড করা।’

ডাকসু নির্বাচনকে সামনে রেখে পরিষদের পক্ষ থেকে উপাচার্যের কাছে চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ডাকসু নির্বাচনে প্রতিটি হল সংসদে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ সৃষ্টি করা, ছাত্রশিবিরকে নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ করার দায়ে ছাত্রদলকে ডাকসু নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে অবমাননা করার অপরাধে কোটা সংস্কার আন্দোলনকারীদের ছাত্রত্ব বাতিল ও  আইনের আওতায় এনে বিচার করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা ৷