চকবাজারে আগুন

ঢামেক মর্গে স্বজনের আহাজারি

ঢামেক মর্গে স্বজনরা (শুক্রবারের ছবি)

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মরদেহ শনাক্ত করতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ভিড় করছেন স্বজনরা। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকেই তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল প্রাঙ্গণ।

এর আগে, উদ্ধার ৬৭ মরদেহের মধ্যে  ৪৬টি শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ৪৫টি মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বাকি মরদেহগুলো শনাক্ত করতে মর্গে ভিড় করছেন স্বজনরা। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকেও শনাক্ত না হওয়া মরদেহের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জানা যায়, ছেলের রোহানের খোজে এসেছেন মা-বাবা। তাদের কাছে জানা যায়, সেদিন চকবাজারের ওই পথ দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন রোহান। আর বাড়ি ফেরা হয়নি তার। ছেলের ছবি নিয়ে আহাজারি করছেন মা।

প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মসজিদের সামনের সড়কে একটি পিক-আপ ট্রাকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই সেই ট্রাকের আগুন পাশের কেমিক্যাল গুদামে লেগে গেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এরপর এ আগুন আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। এ আগুনে পুড়ে নারী-শিশুসহ কমপক্ষে ৬৭ ব্যক্তি নিহত হয়েছেন।