চকবাজার থেকে ঢামেক

গুমোট বাতাসের আহাজারি (ফটো স্টোরি)

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ওয়াহিদ চেয়ারম্যানের চারতলা ভবনটিতে প্রথমে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে পাশের একটি ও পেছনের আরেকটি ভবনে। এছাড়াও সরু গলির বিপরীত পাশের দুটি ভবনেও লাগে আগুন। মানুষের আহাজারিতে ভারি হতে থাকে চকবাজারের আকাশ। ভোর রাতের দিক থেকে উদ্ধারকর্মীরা ভবনগুলো থেকে বের করে নিয়ে আসতে শুরু করে দগ্ধ দেহ। পুড়ে কয়লা হয়ে যাওয়া দেহাবশেষগুলো নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। নিখোঁজ স্বজনদের খোঁজে ভিড় বাড়তে থাকে সেখানে। 

৫৭৯২১

রাতভর অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলের আশেপাশে মানুষের ভিড়

রাতভর অগ্নিকাণ্ডের পর চকবাজারের দৃশ্য 

৩৪৫

রাতভর অগ্নিকাণ্ডের পর চকবাজারের দৃশ্য 

৪৫৬

রাতভর অগ্নিকাণ্ডের পর চকবাজারের দৃশ্য 

১২আগুন নেভানোর শেষের ধাপে  

৩৪৫হেলিকপ্টার থেকে ঘটনাস্থল পর্যবেক্ষণ 

৭৮৯ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের সারি

৩৫৭প্রিয়জনের পোড়া লাশ নিতে এসে স্বজনদের অপেক্ষা 

৫৭৮কী থেকে কী হয়ে গেলো, কিংকর্তব্যবিমূঢ়

৫৮আহারে জীবন, কে দেবে কাকে সান্ত্বনা 

৩৪৫৬নিখোঁজদের খোঁজে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে স্বজনদের আহাজারি 

690সন্তানের লাশের খোঁজে মায়ের আকুতি 

২৩৪৩নিখোঁজদের খোঁজে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে স্বজনদের আহাজারি 

 ১২৩৪

প্রিয়জনের মৃত্যুতে থমকে গেছে বেঁচে থাকাদের জীবন

৬৭৮

নিকটজনের মৃত্যুতে স্বজনদের দমবন্ধ অবস্থা