আমিরাতে বাংলাদেশি স্কুলে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসংযুক্ত আরব আমিরাতে (ইউএই) একটি বাংলাদেশি স্কুলে সাধ্যমত সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) আবুধাবির সেন্ট রেজিস হোটেলে আয়োজিত বাংলাদেশ দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠানে এই আশ্বাস দেন তিনি। ওই অনুষ্ঠানে আরব আমিরাতের রাস আল খাইমা শহরে অবস্থিত বাংলাদেশ ইসলামিয়া স্কুলের ভবন সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানানো হয়। জবাবে প্রধানমন্ত্রী বলেন ‘দেশে এবং দেশের বাইরে যেখানেই অর্থাভাবে যেসব স্কুলের কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হয়, সেখানেই বাংলাদেশ সরকার সহযোগিতা করে আসছে। সরকারের পক্ষ থেকে স্কুলটি বাঁচাতে সাধ্যমত সহযোগিতা করা হবে।’ 

প্রতিবছর আমিরাতের অনেক প্রবাসীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপিদের) হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এসব সিআইপিদের বাংলাদেশ ইসলামিয়া স্কুলের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এছাড়া  বিদেশে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠায়ও এগিয়ে আসুন। এতে করে ছেলে-মেয়েরা পড়ালেখা করে সুশিক্ষিত হতে পারবে’।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের যথাযথ সেবা প্রদান ও বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে দূতাবাস কর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দূতাবাস কর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতি তিন মাস পর পর বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে গিয়ে শ্রমিকদের দেখে আসবেন। তাদের খোঁজ খবর নিয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করবেন।’

রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এমপি,  জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুল হক খোন্দকার এবং সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার ইসলাম বাবুল।