একুশে গ্রন্থমেলায় ‘তিনটি টেলিভিশন নাটক’

রেজাউর রহমান রিজভী``র গ্রন্থএ বছর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে অভিনেতা, নাট্যকার, গীতিকার ও সাংবাদিক রেজাউর রহমান রিজভীর নাটকের গ্রন্থ ‘তিনটি টেলিভিশন নাটক’। একুশে গ্রন্থমেলায় দোয়েল প্রকাশনীর ২০৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন অপূর্ব খন্দকার।
বইটি প্রসঙ্গে রেজাউর রহমান রিজভী বলেন, টেলিভিশন চ্যানেল ও ইউটিউবের প্রসারের ফলে বর্তমানে দেশে প্রচুর নাটক নির্মিত হচ্ছে। তবে নাটকের ভালো গল্প ও স্ক্রিপ্টের অভাব রয়েছে। অনেকের আগ্রহ থাকলেও প্রপার গাইডনেসের অভাবে নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন না। এক্ষেত্রে যেকোনও নাটকের বই-ই হতে পারে একজন নাট্যকার হতে আগ্রহী ব্যক্তির জন্য খুবই প্রয়োজনীয় উপাদান। এই বইটিতে আমি আমার লেখা তিনটি টেলিভিশন নাটক রেখেছি। এক পর্বের বা খণ্ড নাটক হিসেবে লেখা এই নাটক তিনটি হলো ‘অপেক্ষা’, ‘ইজ্জতের সওয়াল’ ও ‘ভালোবাসা হারায় না’।
প্রসঙ্গত, রিজভীর লেখা অন্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবেসে চলে যেতে নেই (গল্পগ্রন্থ), ‘আমার গানের খাতা’ (গীতিকবিতা), ‘আরেক বসন্তে’ (গল্পগ্রন্থ), ‘ভালোবাসার অবাক চোখ’ (কবিতা) ও ‘সত্যি! সোরাই’ (গল্প সংকলন)।