৩৬তম বিসিএস থেকে সরকারি মাধ্যমিকে ২৫৯ শিক্ষক নিয়োগ

প্রজ্ঞাপনসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ৩৬তম বিসিএস থেকে ২৫৯ জন নন-ক্যাডার (দ্বিতীয় শ্রেণি) শিক্ষক নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে তাদেরকে বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। আগামী ৭ মার্চ পদায়ন করা কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়াদের মধ্যে বাংলা বিষয়ে ৪ জন, ইংরেজিতে ৫৮ জন, গণিতে ১৮ জন, সমাজ বিজ্ঞানে ৪ জন, ভৌত বিজ্ঞানে ৬৩ জন, জীববিজ্ঞানে ২১ জন, ব্যবসায় শিক্ষা বিষয়ে ৭০ জন, ভূগোলে ১২ জন, ইসলাম ধর্মে ৬ জন, কৃষিতে ২ জন ও চারুকলায় ১ জন।

প্রজ্ঞাপনপ্রজ্ঞাপন