সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই: ফরীদ উদ্দীন মাসঊদ

মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ (ফাইল ফটো)সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, ‘যে সন্ত্রাসী সে কেবলই একজন সন্ত্রাসী। তার কোনও ধর্ম বা মতাদর্শ নেই।’ শুক্রবার (১৫ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘পবিত্র স্থান মসজিদ, শান্তির সূতিকাগার মসজিদে হামলার মাধ্যমে বর্ণবাদকে উসকে দেওয়া হচ্ছে। মসজিদে আগমনকারীরা সব সময় শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে। দুঃখ ও পরিতাপের বিষয় হলো, এই মসজিদকেই বেছে নিয়েছে সন্ত্রাসীরা হামলার জন্য। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। বিশ্বকে এ বিষয়ে আরও সচেতন ও অগ্রসর ভূমিকা পালন করতে হবে।’
ফরীদ উদ্দীন মাসঊদ আরও বলেন, ‘ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে এলোপাতাড়ি হামলায় প্রমাণিত হলো, সন্ত্রাসবাদের জন্য কোনও নির্ধারিত ধর্ম বা জনগোষ্ঠীকে দায়ী করা যাবে না। প্রকৃত অর্থে সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না। তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী বা জঙ্গিবাদী।
প্রসঙ্গত, শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হয়।