বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

জাতির জনকের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠানযথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে পিলখানার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে। এতে জাতির জনকের কর্মময় জীবন ও আদর্শ নিয়ে স্কুল এবং কলেজ শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতাসহ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), চিলড্রেন ও লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিসেস সোমা ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ। প্রিন্সিপাল মনিরুজ্জামান মিলনায়তনে পুরস্কার বিতরণী শেষে ‘সতীর্থ এসো সত্যাশ্রয়ে’ শীর্ষক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।