হাতিরঝিলে তিন ফার্মেসিকে জরিমানা

সানমুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বাজার তদারকিমেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ঢাকা মহানগরীর হাতিরঝিল থানার মধুবাগ এলাকায় তিন ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল এ জরিমানা করেন।

আবদুল জব্বার মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার (১৮ মার্চ) ওই এলাকায় বাজার তদারকি করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় আল আমিন ফার্মেসিকে ১৫ হাজার টাকা, ফাতেমা ফার্মাকে ১৫ হাজার টাকা ও মগবাজার ফার্মেসিকে ২০  হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে সানমুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার তদারকি কাজে হাতিরঝিল থানা পুলিশ সার্বিক সহযোগিতা  করেছে। ’