‘আইসিসির আচরণ বৈষম্যমূলক’

গাজী আশরাফ হোসেন লিপুসাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘আমাদের দেশে টেস্ট প্লেয়িং দেশগুলো যতবারই আন্তর্জাতিক টুর্নামেন্ট বা দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে, আমরা তাদের সর্বোচ্চ মাত্রায় নিরাপত্তা দিয়েছি। তারপরও কোনও কোনও দেশের আচরণ খুব আপত্তিজনক। যেমন– অস্ট্রেলিয়া এখানে একটি ঘটনার কারণে আকস্মিকভাবে ট্যুর বাতিল করে। সে সময় তাদেরকে কোনওভাবেই আমরা বোঝাতে পারিনি। অন্যদিকে, নিউ জিল্যান্ডের ঘটনায় আইসিসিকে দেখিনি কোনওরকম স্টেটমেন্ট দিতে। যখন সেখানে টেস্ট বাতিল হলো আইসিসি শুধু বললো, “খুব ভালো কাজ করেছো।”  এখানে কিন্তু আচরণগত বৈষম্য আছে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘পর্যবেক্ষণে নিউ জিল্যান্ডের সন্ত্রাসী হামলা’  শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

এ সময় লিপু বলেন, ‘আমাদের এখানে দ্বিপক্ষীয় সিরিজে যখন খেলোয়াড়রা হোটেলে অবস্থান করেন, সেখানে গোয়েন্দা বিভাগের লোকজনের জন্যও রুম দেওয়া হয়। ক্রিকেট বোর্ডের আলাদা সিকিউরিটি সিস্টেম আছে, সেটিও দেওয়া হয়। একটা ট্যুরকে ঘিরে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। এই মিটিংয়ে লজিস্টিকাল সাপোর্ট দেওয়ার পাশাপাশি, নিরাপত্তার বিষয়টিতে ভীষণ জোর দেওয়া হয়। খেলোয়াড়দের যাতায়াতের রাস্তা থেকে শুরু করে সবকিছু তদারকি হয়। কমবেশি হাজার খানেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকেন। এমনকি সাদা পোশাকে দর্শকদের মধ্যে গোয়েন্দা সংস্থার লোক থাকে গ্যালারিতে। যাতে কোনওভাবে নিরাপত্তা বিঘ্নিত না হয়।’

তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক টুর্নামেন্ট করেছি, বিশ্বকাপের আয়োজন আমরা এককভাবে করেছি, যৌথভাবেও করেছি। তখন পুরোটাই কিন্তু রাষ্ট্রের দায়িত্ব ছিল। যখন দ্বিপক্ষীয় সিরিজ হয় তখন দুদেশের মধ্যে একটা সমঝোতা তৈরি হয়। সেটি নিয়ে দুদেশের ক্রিকেট অপারেশনস চিঠি চালাচালি করে, বিভিন্ন বিষয়ে কথা হয়।’   

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ,  বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, সাবেক রাষ্ট্রদূত এটিএম নজরুল ইসলাম, জঙ্গি বিষয়ক গবেষক ও নিরাপত্তা বিশ্লেষক নূর খান এবং বাংলা ট্রিবিউনের ক্রীড়া সম্পাদক আসিফ আহমেদ রম্য।    

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।