সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ চায় ওয়ার্কার্স পার্টি

ওয়ার্কার্স পার্টি

সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। দলটির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘সড়কে নৈরাজ্য কমেনি, দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ চাই।’ এছাড়াও সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস-এর ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মার্চ) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সড়কে নিত্যদিন প্রাণ ঝরছে। সড়কে নৈরাজ্য কমানোর যে প্রতিশ্রুতি ছিল, তার বাস্তবায়ন হয়নি। ইতোমধ্যে সরকার সড়কের দুর্ঘটনা রোধ করতে সড়ক উপদেষ্টা কাউন্সিলের সভায় সাব কমিটিও গঠন করে। কিন্তু কয়েকটি সভা ছাড়া এই কমিটির কোনও কার্যকারিতা দেখা করা যায়নি।

নিহত আবরার ‘নিরাপদ সড়ক চাই’ দাবির একজন সোচ্চার সমর্থক ছিলেন উল্লেখ করেছেন ওয়ার্কাস পার্টির শীর্ষ দুই নেতা। একইসঙ্গে দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান তারা।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে রাজধানীর নর্দ্দা এলাকায় বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২৪) নিহত হন। এই ঘটনায় ঘাতক বাস চালক সিরাজুল (২৯)-কে আটক করা হয়েছে।