ডা. রাজনের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবিতে মানববন্ধন




২২২২২বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের শিক্ষক ডা. রাজন কর্মকারের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালটির চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বিএসএমএমইউয়ের সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিলও করেন তারা।
মানববন্ধনে কনজারভেটিভ ডেনটিসট্রি অ্যান্ড অ্যান্ডোডনটিকস বিভাগের অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল বলেন, ‘একজন সুস্থ মানুষ চেম্বার শেষ করে বাসায় গেছেন। তার কোনও ধরনের কোনও অসুস্থতার লক্ষণ ছিল না। সেই মানুষ কীভাবে মারা যায়? তার মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটন হওয়া দরকার।’
ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান বলেন, ‘যদি রাজনের মৃত্যুর কারণ আমরা সঠিকভাবে জানতে পারি, সবার জন্য ভালো হয়। আমরা চাই, এর সত্যতা বের করতে জন্য যা যা করা দরকার, তা করা হোক।’
বিএসএমএমইউয়ের অর্থোডনটিক্স বিভাগের ডিন অধ্যাপক ডা. গাজী শামীম হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নেতারা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন থেকে জানানো হয়, ডা. রাজনের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের দাবিতে আগামীকাল বুধবার (২০ মার্চ) কালো ব্যাচ ধারণ করবে শিক্ষার্থীরা। আগামী বৃহস্পতিবার বিএসএমএমইউর এ ব্লকের অডিটরিয়ামে শোকসভা অনুষ্ঠিত হবে। যদি এর মধ্যে পুলিশ ঘটনার তদন্তে না নামে তাহলে এর প্রতিবাদে আগামী ২৩ মার্চ মৌনমিছিল করবেন শিক্ষার্থীরা।
গত শনিবার (১৬ মার্চ) চেম্বার শেষে বাসায় ফেরার পর মারা যান ডা. রাজন কর্মকার। তার মৃত্যু অস্বাভাবিক বলে অভিযোগ করেছেন তার সহকর্মী-শিক্ষার্থীরা।