শাহজালালে পেটের ভেতর তিন হাজার ইয়াবাসহ দুই যাত্রী আটক

আর্মড পুলিশের হেফাজতে মামুন ও জাবলুহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার পিস ইয়াবাসহ দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে থেকে তাদের আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১১টা ৫০ মিনিটের দিকে মামুন মল্লিক (৩১) ও মো. জাবুল শেখ (৩০) নভোএয়ারযোগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের পাকস্থলী এক্সরে করে মামুন মল্লিকের পেটে দুই হাজার পিস এবং জাবুল শেখের পেটে এক হাজার পিস ইয়াবার অস্তিত্ব মেলে। এরপর বিশেষ ব্যবস্থায় দুজনের পেট থেকে ইয়াবা বের করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক দাম ৯ লাখ টাকা। আটক দুজনের বাড়ি পিরোজপুরের নাজিরপুরে। মামুন নাজিরপুরের শাখারীকাঠির সালাম মল্লিকের ছেলে। জাবুল রামনগরের মো. রব শেখের ছেলে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।