শাহজালালে ময়লার ঝুড়ি থেকে ৪৮ স্বর্ণের বার উদ্ধার

 উদ্ধার করা স্বর্ণের বাররাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। যার ওজন ১৫ কেজি ৭৩৮ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।

শুক্রবার (২২ মার্চ) রাত দেড়টার দিকে ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষদের ওয়াশরুমের ময়লা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ৯টি প্যাকেটে পরিত্যক্ত ( মালিক বিহীন) অবস্থায় ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ডা. সহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া গেছে। এগুলোর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।