বিআরটিএ, পিডিবি ও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

দুদকঅনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিএ, পিডিবি ও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৪ মার্চ) রাজধানীর মিরপুরে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা) ও মতিঝিলে পিডিবি (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) অফিসে অভিযান চালানো হয়। আর হবিগঞ্জের পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদক।

দুদক হটলাইন ‘১০৬’ নম্বরে অভিযোগ পেয়ে মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালান দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান। অভিযানের সময় গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস, সার্টিফিকেট ও লাইসেন্স প্রদানের ঘটনায় অনিয়ম-দুর্নীতির চিত্র দেখা যায়। দুজন আনসার সদস্য, একজন কম্পিউটার অপারেটর ও একজন অফিস সহকারীর দায়িত্বে অবহেলার বিষয়ে বিআরটিএ কর্তৃপক্ষকে জানানো হয়। পরে তাদের তাৎক্ষণিক বদলি করা হয়। 

দুদক জানায়, পিডিবি’র বৈদ্যুতিক মোটর কেনায় দুর্নীতির অভিযোগ যাচাই করতে অভিযান চালানো হয় পিডিবি কার্যালয়ে। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক সিফাত উদ্দীন। বৈদ্যুতিক মোটর কেনার টেন্ডার প্রক্রিয়ায় একজন অংশ নেওয়ায় দুর্নীতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দুদক টিম। 

দালাল চক্রের হাতে প্রতারিত হচ্ছে সেবাপ্রত্যাশীরা— এমন অভিযোগের ভিত্তিতে হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়।