সাংবাদিক ফয়সাল পুলিশের হাতে লাঞ্ছিত হওয়ায় ক্র্যাবের নিন্দা





কাজী ফয়সালপেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক কাজী ফয়সাল পুলিশের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি। ফয়সাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও দৈনিক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার।
সোমবার (২৫ মার্চ) বিকালে ক্র্যাবের দফতর সম্পাদক শহিদুল ইসলাম রাজী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানায় সংগঠনটি।
রবিবার (২৪ মার্চ) সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনে গুলশান-১ লিংক রোডে গুদারাঘাট সংলগ্ন চেকপোস্টে পুলিশের এএসআই মাসুম এবং কনস্টেবল মমিন তাকে লাঞ্ছিত করে। এসময় পুলিশের তল্লাশির ছবি তোলায় তারা সাংবাদিক ফয়সালকে গ্রেফতার ও ক্রসফায়ারের হুমকি দেয়। একইসঙ্গে ফয়সালের মোবাইলে তোলা তল্লাশির ছবি মুছে ফেলতে বাধ্য করে।
এ বিষয়ে ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘একজন পেশাদার সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশ কর্তৃক লাঞ্ছিত ও ক্রসফায়ারের হুমকির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি উদ্বেগের।’ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।