ভাষানটেকে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত এক

‘গোলাগুলিতে’ নিহত শফিকরাজধানীর ভাষানটেকের পশ্চিম মাটিকাটা এলাকায় মঙ্গলবার (২৬ মার্চ) রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছে। তার নাম শফিক। তিনি নরসিংদী এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ বলে দাবি করেছে র‌্যাব।
র‌্যাব জানিয়েছে, ‘গোলাগুলির সময় দুটি বিদেশি পিস্তল, একটি শর্টগান ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া শফিকের সহযোগী দুজনকে গ্রেফতার করা হয়েছে।’
র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিককে গ্রেফতারের জন্য আমাদের একটি টিম ভাষানটেকে অভিযান চালায়। পাঁচতলা ভবনের চিলেকোঠায় তাদের অবস্থান ছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় র‌্যাব। গোলাগুলিতে শফিক আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় শফিক নামে একজনকে আনা হয়েছিল, ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন।’