রাতে মালয়েশিয়া থেকে ফিরছে ৫ তরুণের মরদেহ

মালয়েশিয়ার বিমানবন্দরে পাঁচ বাংলাদেশির কফিনমালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি শ্রমিকের মরদেহ শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাতে বাংলাদেশে পৌঁছবে। তাদের মরদেহ নিয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের একটি বিমান রাত পৌনে ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন।
নিহত পাঁচজন হলেন– চাঁদপুরের আল আমিন (২৪), সোহেল (২৪), নোয়াখালীর গোলাম মোস্তফা (২২), কুমিল্লার মহিন (৩৭) ও কুমিল্লার রাজু মুন্সী (২৬)।

গত রবিবার (৭ এপ্রিল) মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই ঘটনায় আরও এই পাঁচজন নিহত হওয়া ছাড়াও আরও বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন।

ওই দুর্ঘটনার পর মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘দ্য নিউ স্ট্রেইট টাইমস’ তাদের প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ১০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়ির চালকসহ ১০ জন নিহত হন। বাসটিতে মোট ৪৩ যাত্রী ছিলেন। যাত্রীদের সবাই এমএএস কার্গো কমপ্লেক্সের চুক্তিভিত্তিক শ্রমিক। নিলাই থেকে তাদের কর্মস্থল নেগরি সেমবিলানে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়।

আরও পড়ুন:  মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় নিহতদের ৫ জন বাংলাদেশি