সাভারে ৪৭১ পাখি উদ্ধার

সাভারের জিরাবো এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৪৭১টি পাখি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট পাখিগুলো উদ্ধার করে। ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

উদ্ধার করা পাখিগুলোর মধ্যে রয়েছে ৪৪৭টি মুনিয়া, ৩টি ঘুঘু ও ২১টি টিয়া পাখি।

২২

অসীম মল্লিক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আমরা পাখিগুলো উদ্ধর করেছি। উদ্ধার অভিযানে নির্দেশনা দিয়েছেন বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক মিহির কুমার দো। পরে পাখিগুলো মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়।’  

এ ব্যাপারে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দো বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদ পাওয়ার পর পাখিগুলো উদ্ধারের জন্য টিম পাঠানো হয়। তারা সেখানে গিয়ে পাখিগুলো উদ্ধার করেন। আইন অনুযায়ী কোনও পাখি ধরা, শিকার করা বা আবদ্ধ রাখা দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।’