৩৫ বারেও জমা হয়নি জুলহাজ-তনয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

জুলহাজ-তনয় (ফাইল ছবি)৩৫ বার সময় নেওয়ার পরও রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যার ঘটনায় হওয়া মামলা দু’টির তদন্ত প্রতিবেদন জমা দেননি তদন্ত কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ আগামী ১৪ মে প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) হত্যা ও অস্ত্র আইনে হওয়া মামলা দু’টির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলা দু’টির প্রতিবেদন আদালতে জমা না দেওয়ায় বিচারক নতুন দিন ধার্য করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কনস্টেবল মজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা এবং সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র মামলাটি দায়ের করেন।

মামলা দু’টির মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলা তদন্ত করছেন ডিবির পরিদর্শক নুরুল আফসার।