অর্থ আত্মসাতের মামলায় ব্যবসায়ী আজিম খন্দকার গ্রেফতার

গ্রেফতার

ঢাকা ব্যাংকের প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যবসায়ী আজিম খন্দকারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে ফেনী শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।

গত ২ এপ্রিল রাজধানীর কাকরাইল এলাকা থেকে একই মামলায় গ্রেফতার হন ঢাকা ব্যাংকের কর্মকর্তা গোলাম সৈয়দ রাসেব। সৈয়দ রাসেব ঢাকা ব্যাংকের ফেনী শাখার প্রিন্সিপাল অফিসার।

আজিম খন্দকার ও সৈয়দ রাসেবের বিরুদ্ধে ৩৮ জন গ্রাহকের ৭ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গত ১৯ মার্চ ফেনী মডেল থানায় মামলা হয়। মামলার বাদী ঢাকা ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপক আক্তার হোসেন।