পেটের ভেতর সাড়ে ৪ হাজার ইয়াবা, শাহজালালে যাত্রী আটক

ইয়াবাসহ শামসুল হুদা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেটের ভেতর সাড়ে চার হাজার পিস ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হওয়ায় তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে থেকে শামসুল হুদা (৩০) নামে ওই যাত্রীকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুলের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার নাউতারা ইউনিয়নের সাতনাই কলোনিতে। শামসুল রফিকুল ইসলাম ও সবুরজান বানুর ছেলে।

জানা গেছে, সকালে শামসুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ০৪৩৬) ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে থেকে আটক করা হয়। এরপর এক্স-রে করে তার পেটে সাড়ে চার হাজার পিস ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়। পরে সেগুলো পেট থেকে বের করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, শামসুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।