তিতাসের ২১ খাতে দুর্নীতি চিহ্নিত করেছে দুদক

তিতাস ও দুদকের লোগোঅবৈধ সংযোগ, মিটার টেম্পারিংসহ তিতাসের ২১টি খাতের দুর্নীতি চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি প্রতিরোধে ১২ দফা সুপারিশ দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে দুদক।

বুধবার (১৭ এপ্রিল) মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে দুদক কমিশনার মোজাম্মেল হক খান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কাছে সুপারিশগুলো প্রতিবেদন আকারে জমা দেন।

এ সময় বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দুদককে সাধুবাদ জানাই এ প্রতিবেদনের জন্য। অনুসন্ধান প্রতিবেদনের মধ্য দিয়ে আমাদের কাজ করা সহজ হবে। তারা বেশ কিছু জায়গায় উল্লেখ করেছে, আমরাও মনে করি সেগুলো অনুসন্ধান করা দরকার। আমরা জানতাম আগে থেকে, চেষ্টা করছি ঠিক করার জন্য এবং তাদের এ প্রতিবেদনের ভিত্তিতে আমরা আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবো। আমি মনে করি আরো ব্যাপকভাবে আরও বিস্তারিত প্রতিবেদন তৈরি করার দরকার হয়, আমরা তাদের সহযোগিতা করবো।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বার বার বলেছেন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। অভিযোগগুলো আরও তদন্ত করবে মন্ত্রণালয়। জড়িতদের ছাড় পাওয়ার কোনও সুযোগ নেই। শুধু তিতাস নয়, বিদ্যুৎসহ সব বিভাগের দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।