লরির চাপায় আহত সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা আইসিইউতে

৫৬৭

লরির চাপায় আহত হয়ে পাঁচদিন ধরে রাজধানীর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সেভ দ্য চিলড্রেন এর ঢাকা কার্যালয়ের এইচআইভি-এইডস কর্মসূচির উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। লরির চাপায় তার হিপের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন একই কর্মসূচির কমিউনিকেশন ম্যানেজার ফাইজুল করিম।

জানা যায়, শনিবার (১৩ এপ্রিল) রাজধানীর জুরাইন রেলগেট সংলগ্ন এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন।

ফাইজুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফারুক ভাই পাঠাও সার্ভিসের মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন। জুরাইন রেলগেটের কাছে রাস্তায় দুপাশে লরি ছিল। মাঝখানে ছিল একটি সিএনজি। আর সিএনজির পেছনে ছিল তাদের মোটরসাইকেল। চালক, সিএনজিটিকে ওভারটেক করার সময় ফারুক ভাই লরির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। তখন লরির চাকা উনার ওপর উঠে যায়। পরবর্তীতে ‍উনাকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসা হয়। ফারুক ভাইয়ের তখনও জ্ঞান ছিল। উনি তার এক আত্মীয়কে ফোন করে জানালে তিনি তাকে হাসপাতালে নেন।’

চিকিৎসকদের বরাত দিয়ে ফাইজুল করিম আরও বলেন, ‘উনার হিপের নিচের দিকের হাড় ভেঙে গেছে। শারীরিক অবস্থা ভাল না থাকায় চারদিন স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়। গতকাল মঙ্গলবার তাকে ল্যাব এইডে নেওয়া হয়। এখানেও আইসিইউতে আছেন। উনার শারীরিক পরিস্থিতি স্বাভাবিক হলে অপারেশন করা হবে বলে ডাক্তার জানিয়েছে।’