শাহজালালে ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে এসে সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

 

উপজেলা চেয়ারম্যানের কাছে থাকা পিস্তল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে প্রবেশ করায় সাবেক এক উপজেলা চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার নাম মোল্লা মুজিবর রহমান শামীম। তিনি বাগেরহাটের চিতলমারীর উপজেলার সাবেক চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মুজিবর রহমান শামীম পূর্ব ঘোষণা ছাড়া একটি পিস্তল নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন। অস্ত্রটি শনাক্তের পর জিজ্ঞাসা করা হলে তিনি কোনও সদুত্তর দিতে না পারায় তাকে আটক করা হয়।
শাহজালাল বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) পরিচালক নূর সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোল্লা মুজিবর রহমান শামীম অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলেও কোনও ধরনের ঘোষণা দেননি তিনি। পরে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তার অস্ত্রটি শনাক্ত করেন। জিজ্ঞাসাবাদেও তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব যাত্রীকে পূর্ব ঘোষণা ছাড়া অস্ত্র বহন না করার জন্য অনুরোধ জানিয়েছিল।