বেশি ভাড়া নেওয়ায় দেশ ট্রাভেলসকে জরিমানা

দেশ ট্রাভেলসের টিকিটঢাকা-নাটোর রুটের দেশ ট্রাভেলসকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকা জেলা কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাহাত নবী নামের একজন অভিযোগ করেন, তিনি ২০১৮ সালের ২৮ জুন নাটোর যান। দেশ ট্রাভেলস তার কাছ থেকে ঢাকা থেকে নাটোর যাওয়ার এসি টিকিটের মূল্য (জনপ্রতি) ৯শ টাকা নেয়। পরের দিন (২৯ জুন) নাটোর থেকে একই ট্রাভেলসে ঢাকা আসেন। তখন তার কাছ থেকে নেওয়া হয় (জনপ্রতি) ১৫শ টাকা। অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশ ট্রাভেলসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার এ শুনানি করা হয়।’

অভিযোগকারীর হাতে তুলে দেওয়া হয় জরিমানার ২৫ শতাংশ টাকামোহাম্মদ আবদুল জব্বার মন্ডল জানান, রাহাত নবী ২০১৮ সালের ৩০ জুন অভিযোগ করেন। চারবার শুনানির তারিখ দেওয়ার পর আজ দেশ ট্রাভেলস শুনানিতে হাজির হয়। জরিমানার ২৫ শতাংশ টাকা রাহাত নবীকে দেওয়া হয়েছে।